এই মুহূর্তে খেলা

পুরীতে কিউকোসিনের সৌজন্যতায় ছাত্র-ছাত্রীদের গ্রীষ্মকালীন ক্যারাটে ক্যাম্প

কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -ওড়িশা পুরীতে চারদিনের ক্যাম্পের ৭০জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এই ক্যারাটে ক্যাম্পে।এই পাঁচ বছর সামার ক্যাম্পে ক্যারাটে সিহান নির্মল সাহা তার বিভিন্ন ছাত্র সেনসী পদমর্যদাপূর্ণক্যারাটে দীক্ষিত গুরু পরিমলদে,‌বুদ্ধদেববোষ,দেবাশীষমন্ডল,প্রদীপ কর্মকার,শেখ এস,কে সাইফুদ্দিন,অঙ্কিতা সাহা,সায়নদ্বীপ সাহা,উত্তম সরকার,অমিত মাইতি,গোবিন্দ বোস আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। ভরা এই দুর্যোগে ওড়িশা মধ্যে অল ইন্ডিয়া কিউকোসিন কাইকোন সামার ক্যাম্প ২০২৪। এন,এস,টাটা কিউকোসিনক্যারাটের অর্গানাইজেশন অল ইন্ডিয়া গড়িয়া সংগঠনের সভাপতি নির্মল সাহা (সেনসি থেকে সিহান) প্রদমর্যদা সন্মান করা হয় ওড়িশায় ।অল ইন্ডিয়া কিউকোসিন উদ্যোগে চারদিন ব্যাপী ২৭শে মে থেকে ৩০শে মে মাসের ২০২৪ ওড়িশা পুরীতে ক্যারাটে সামার ক্যাম্পাসে আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *