কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -ওড়িশা পুরীতে চারদিনের ক্যাম্পের ৭০জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এই ক্যারাটে ক্যাম্পে।এই পাঁচ বছর সামার ক্যাম্পে ক্যারাটে সিহান নির্মল সাহা তার বিভিন্ন ছাত্র সেনসী পদমর্যদাপূর্ণক্যারাটে দীক্ষিত গুরু পরিমলদে,বুদ্ধদেববোষ,দেবাশীষমন্ডল,প্রদীপ কর্মকার,শেখ এস,কে সাইফুদ্দিন,অঙ্কিতা সাহা,সায়নদ্বীপ সাহা,উত্তম সরকার,অমিত মাইতি,গোবিন্দ বোস আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। ভরা এই দুর্যোগে ওড়িশা মধ্যে অল ইন্ডিয়া কিউকোসিন কাইকোন সামার ক্যাম্প ২০২৪। এন,এস,টাটা কিউকোসিনক্যারাটের অর্গানাইজেশন অল ইন্ডিয়া গড়িয়া সংগঠনের সভাপতি নির্মল সাহা (সেনসি থেকে সিহান) প্রদমর্যদা সন্মান করা হয় ওড়িশায় ।অল ইন্ডিয়া কিউকোসিন উদ্যোগে চারদিন ব্যাপী ২৭শে মে থেকে ৩০শে মে মাসের ২০২৪ ওড়িশা পুরীতে ক্যারাটে সামার ক্যাম্পাসে আয়োজন করা হয়।
Related Articles
Kids Carnival by (Masoom vertical) – specially curated for 400 under privileged kids
কলকাতা – ইয়ং ইন্ডিয়ানরা মাসুম উলম্বের নিচে ৪০০ সুবিধা বঞ্চিত বাচ্চাদের জন্য চিত্রকুট বিল্ডিং লনে একটি হৃদয়গ্রাহী কার্নিভালের আয়োজন করেছে। ইভেন্টটি তরুণদের জীবনে আনন্দ আলোকিত করার লক্ষ্য ছিল। উৎসব উদ্ভাসিত আকর্ষণ কার্যকলাপ এর একটি আরের সঙ্গে ট্রাম্পলিন হাসির উদ্বেগ করেছিল টম্বল টসার উত্তেজনা ছড়িয়েছিল এবং একটি চিত্রকর্ষক পুতুল শো শিশুদের বিষয়ের জগতে নিয়ে গিয়েছিল। চেয়ার […]
নারায়ণা আরএন টেগোর হসপিটাল অ্যাওট্রিক কনক্লেভ আয়োজন করেছে
কলকাতা-রাজেন বিশ্বাস রিপোর্ট -নারায়ণা হেলথআরএন টেগোর হাসপাতাল মুকুন্দপুর,মেট্রোপলিটন কলকাতা বহু প্রতীক্ষিত তিন দিনের দ্বিতীয় ইস্টার্ন ইন্ডিয়া অ্যাওর্টিক কনক্লেভের আয়োজন করেছে। সম্মেলনটি ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত চলবে। এই ঐতিহাসিকতিনদিনের ইভেন্ট স্থানীয় ডাক্তার এবং বিশেষজ্ঞদের একত্রিত করেআলোচনা ও সর্বশেষ অগ্রগতি প্রদর্শনের জন্যঅনুষ্ঠিত হোতে চলেছে।কনক্লেভ ও কনফারেন্সে দুই শতাধিক চিকিৎসক,গবেষক এবং শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ […]
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইজিআরএক্স এর অভিনব উদ্যোগ
কলকাতা-শুভ ঘোষ রিপোর্ট -নারীর অবদান প্রচুর।পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ গড়ার এবং তাকে লালন করার কাজ করেন নারীরা।আজ আন্তর্জাতিক নারী দিবসে সেই কথাই মনে করিয়ে দেওয়ার প্রয়াস নিয়েছে বিশ্বের অন্যতম মেডটেক সংস্থা ইজিআরএক্স।দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০০-রও বেশি ছাত্রীর হিমোগ্লোবিন পরীক্ষা করেছে ইজিআরএক্স।তাদের ব্যতিক্রমী হিমোগ্লোবিন স্ক্রিনিং ডিভাইস ইজিচেকের সাহায্যে রক্ত […]