এই মুহূর্তে বিনোদন

দ্য ফ্যাশন প্ল্যানেট সিজন ৩ মডেলিং প্রতিযোগিতা

কলকাতা- শুভ ঘোষ রিপোর্ট -মডেলিং প্রতিযোগিতায় দা ফ্যাশন প্লানেট সিজন থ্রির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। The fashion planet season 3 এবং Level 5 Art And Entertainment যৌথ উদ্যোগে একটি মডেলিং ফ্যাশন শো বর্ণময় ও একটি সিনেমার পোস্টার লঞ্চের শুভ মুক্তি হয়।এই মডেলিং শো এর থেকে বেছে নেওয়া প্রতিযোগী দেরই সংস্থার সিনেমায় সুযোগ দেওয়া হবে এই আস্থা যোগান কর্ণধার অঙ্কুর মাইতি,পরিচালক আলোক জীৎ।আজকের এই ফ্যাশন শোতে ৫ বছর শিশু থেকে ৫৫ বছরের বয়সী পুরুষ ও মহিলারা যোগদান করেন। দ্যা ফ্যাশন প্লানেট সিজন থ্রি উপস্থিত ছিলেন বাসপ দত্ত্বা মন্ডল,সোহম নাহা,সুমন ব্যানার্জি,সুপ্রভা রায়,অলোক জিৎ,অর্ক আঁখি,সুরভী দাস, আকাশ ভারর্তি,রেখায়ানি রায় সরকার আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *