কলকাতা -রাজেন বিশ্বাস রিপোর্ট -শৌভিক দে’র স্বল্প দৈর্ঘ্যের ছবি নিঃশর্ত ট্রেলার মুক্তি আর পাঁচটা প্রেমের গল্পের মতোই নিঃশর্ত ছবির গল্প। যে ভালোবাসা পূর্ণতা চায় অসীমের মাঝে। পরিচালক শৌভিক দে তাঁর নিঃশর্ত স্বল্পদৈর্ঘ্যের ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে জানালেন, বিগত চার বছরে ছটি স্বল্প দৈর্ঘ্যের ছবি করে বুঝেছ দৈর্ঘ্য যাইহোক সিনেমা ইজ সিনেমা। আজ ট্রেলার মুক্তিপাচ্ছে।ছবিটা মুক্তি পাবে তেসোরা মে। ছবির বিষয় দর্শকদের নজর কাড়বে বলে আমার বিশ্বাস বলেন ছবির পরিচালক শৌভিক দে ছবির মুখ্য দুই চরিত্রে আছেন রাজন্যা ও সৈকত। ছবিটিতে সরগম নির্মাণ করেছেন সৌগত ও জয়।
Related Articles
A drama of one chapter of the epic Bahman was held in the academy
কলকাতা -পিনাকী চৌধুরী রিপোর্ট -মহাভারতের গৌণ চরিত্র সত্যবতীকে এই নাটকে মুখ্য চরিত্রে দেখা যায়। কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণ অনুসন্ধান করা হয়েছে। সত্যবতীর কপটতা, ধূর্ততায় এবং নির্মমতায় ভাতৃহত্যার ক্ষেত্র তৈরি হয়। ১২ই ফেব্রুয়ারি একাডেমিতে অনুষ্ঠিত হয় কালিন্দী নাট্য সৃজন প্রযোজিত নাটক বহমান। কিন্তু টানটান উত্তেজনায় সত্যবতী উদ্দেশ্য পূরণে ব্যর্থ হলেও নাটকে তিনি নানা কৌশল অবলম্বন করেছিলেন […]
ভারত যোগা মেলার আয়োজন কৈভাল্য ধামের যোগা ইনস্টিটিউটের উদ্যোগে
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – কৈ ভাল্যধাম,যোগা ইনস্টিটিউট এর পক্ষ থেকে ভারত যোগা মেলা সিরিজের আয়োজন করা হয়।মূলত এই অনুষ্ঠানটি মানসিক স্বাস্থ্যের উপরেই রাখা হয়। সুস্থ ও নীরোগ দেহ কি ভাবে রাখতে হবে সেই বিষয়ের নানা ধরণের ব্যায়ম ও যোগা র অনুশীলন এর ব্যবস্থা করা হয়, এবং সেটি হাতে করে শেখানো হয়।এই অনুষ্ঠানটি পার্টনার হলো […]
ইমন মাইম সেন্টারের ইমন নাট্যমেলা ২০২৪
মসলন্দপুর-ইন্দ্রজিৎ আইচ রিপোর্ট – মছলন্দপুর ইমন মাইম সেন্টার এর আয়োজনে সাড়ম্বরে অনুষ্টিত হল “ইমন নাট্যমেলা-২০২৪”। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় সম্প্রতি তিনদিন ধরে সংস্থার নিজস্ব উদ্যোগে নির্মিত পদাতিক মঞ্চে আয়োজিত এই নাট্যমেলায় ভারতের বিভিন্ন রাজ্যের এবং বাংলাদেশের নানান নাট্য দলের নাটক ও মূকাভিনয় এর পাশাপাশি মঞ্চস্থ হল নৃত্যনাট্য, সঙ্গীত, নৃত্য, আড়বাঁশি। এছাড়াও এই তিনদিন […]