কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – তাপরিয়া বিকাশ পরিষদ সহযোগিতায় 3 তম রক্তদান শিবির রমা ভবনে ব্রজোদুলাল স্ট্রিট কমান্ড (কমান্ডো হসপিটাল) ইন্ডিয়ান আর্মি সহযোগিতায় ১১০ জন রক্তদাতা রক্তদান করেন।কামান্ডো হসপিটালে ইন্ডিয়ান আর্মি সহযোগিতায় রক্তদান শিবিরের সাধারণ মানুষের কাছে সত্যিই খুব দুর্লভ ব্যবস্থা ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সূর্য প্রকাশ টেডব্রুয়াল,অমৃতা নেওয়ার, সিটি কেবিল এর কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয়,সাথী টাপরিয়া,শ্রী গোপাল টাপোরিয়া,বিনয় কৃষ্ণ টাপোরিয়া,নন্দ কিশোর লেখোটিয়া,নরেশ কৃষ্ণা, লাখোটিয়া,শ্রীকান্ত সুশীল রামেশ্বর বিশিষ্ট অতিথিবর্গ সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সাফল্যমন্ডিত হয়। তৃতীয় বছরের এই রক্তদান তাপরিয়া বিকাশ পর্ষদের উদ্যোগে, ইন্ডিয়ান আর্মিদের সহযোগিতায় একটি সম্পূর্ণ আলাদা মাত্রা পায়। আজকের এই ইন্ডিয়ান আর্মি দের রক্তদান উৎসব সাধারণ মানুষের কাছে খুব উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
Related Articles
Latest technology sound box LG XBoom XL5S has arrived in the market
কলকাতা -বিরাটি – সৃঞ্জিনী পোদ্দার রিপোর্ট – ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এলজি নিয়ে এলো এমন এক অত্যাধুনিক মিউজিক সিস্টেম যা একেবারে অভিনব বলাবাহুল্য। মাত্র ৩৫০০০ টাকায় আপনার পার্টি কে পরবর্তী স্তরে নিয়ে যাবে এলজি এক্সবুম এক্সএল৫এস।এদিন আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করা হয়। দিন বদলাচ্ছে, বদলাচ্ছে জীবন ধারাও।আধুনিক প্রযুক্তির যুগে আরো একধাপ এগিয়ে এলো এলজি কোম্পানি। […]
এয়ার ওয়াটার ইন্ডিয়া উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট উপর একটি সাংবাদিক বৈঠক
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট-এয়ার ওয়াটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে এই প্রথম চাকরি সংক্রান্ত বিষয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।পাঁচটা নামিদামি কোম্পানি ও কর্মদক্ষরা উপস্থিত ছিলেন।এই সংস্থার বজবজ একটি শাখা রয়েছে।লি রিথমী মিডিয়া পার্টনার এবং এন্টারটেইনমেন্ট সেক্টর স্কিল- কাউন্সিল অফ এন,এস,টি,সি সাথে যুক্ত।শুধু তাই নয়,লি রিথমী অনেক সোশ্যাল অনুষ্ঠানের সাথে যুক্ত,আই,সি,সি,আর মিনিস্ট্রি অফ কালচার,এ.সি,জেড, সি,সি […]
JIS ইউনিভার্সিটি 4র্থ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছে
কলকাতা -নিজস্ব প্রতিনিধি -সমাবর্তন অনুষ্ঠান একটি আনুষ্ঠানিক শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়, এরপর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। ইভেন্ট চলাকালীন, 1086 জন শিক্ষার্থী তাদের ডিগ্রি এবং ডিপ্লোমা পেয়েছে, যার মধ্যে 683 জন স্নাতক ডিগ্রি, 316 জন স্নাতকোত্তর ডিগ্রি, 73 জন ডিপ্লোমা এবং 14 জন পিএইচডি। ডিগ্রী। তাদের ব্যতিক্রমী একাডেমিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ, 39 জন শিক্ষার্থী স্বর্ণপদক, 34 […]