কলকাতা – নিজস্ব প্রতিনিধি-বিশেষ ভাবে সক্ষম শিশুদেরকে প্রায়ই অবহেলা করা হয়ে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে বিশেষ ভাবে সক্ষম শিশুরাও যে অনেক প্রতিভাবান হতে পারে আজকের এই অনুষ্ঠানে তারই পরিচয় পাওয়া গেল। বিশেষ ভাবে সক্ষম হওয়া সত্ত্বেও অনেক শিশুই নিজেদের মেধা আর দক্ষতার বিকাশ ঘটিয়ে চলেছে নিরন্তর। বিশেষ শিশুদের বেড়ে উঠার জন্য সুস্থ, সুন্দর পরিবেশ আর তাদেরকে নিয়ে চিত্তবিনোদন, খেলাধুলা ইত্যাদির পরিবেশ তৈরী করা যেতে পারে। বেড়ে উঠার জন্য উপযোগী পরিবেশ পেলে অটিস্টিক শিশুরাও তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে। এই বিষয়বস্তুকে অনুধাবন করে “রিয়ানজ্ দ্য রাইজিং” তাদের নতুন পথচলা শুরু করল ইনক্লুশন থেরাপি হাউজ সেন্টার । এই সেন্টারের মাধ্যমে সক্ষম বাচ্চারা এবং সুবিধাবঞ্চিত, বিশেষ ভাবে সক্ষম বাচ্চারা একসাথে নানান থেরাপি গ্রহণ করতে পারবে। স্পিচ থেরাপি, পেশাগত থেরাপি, সঙ্গীত থেরাপি,ডান্স মুভমেন্ট থেরাপি, খেলা এবং যোগব্যায়াম ও অঙ্কন সহ বিশেষ থেরাপির ব্যবস্থা করা হয়েছে।যেসব বাচ্চাদের কথা বলতে অসুবিধা,চঞ্চল,দেরিতে মস্তিষ্ক বিকাশ,পড়াশুনায় অমনোযোগী প্রভৃতি সমস্যা রয়েছে তাদের সাথে সুস্থ বাচ্চাদের একত্রিত করে থেরাপি প্রদান করা হবে। বাটানগর,বজবজ,মহেশতলা, বিল্লাপুর পাশ্ববর্তী অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের এই দু সপ্তাহ ফ্রীতে থেরাপি প্রদান করা হবে। এই দুই সপ্তাহ এই থেরাপি হাউজ থেকে ট্রায়াল উইক্স পরিষেবা দেওয়া হবে। নানান ডক্টর ও কাউন্সেলিং মাধ্যমে নির্দেশিকা প্রদান এবং সকলের সাধ্য সুবিধার কথা মাথায় রেখে স্বল্প মূল্যে এই পরিষেবা চালু করা হয়েছে। স্পোর্টিং ক্লাব হলে একটি সচেতনতামূলক অনুষ্ঠান ও আর্ট ফেস্টিবেলের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন বাটানগরের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মি.নিতাই দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন ডঃ স্বর্ণেন্দু সামন্ত ,ডক্টর দীপক পাল ,ডঃ পবিত্র মিত্র ,মিউজিক ও ড্যান্স থেরাপিস্ট সুচরিতা চক্রবর্তী ,যোগা থেরাপিস্ট বাপি চন্দ্র নাথ এবং অটিজম ওয়েস্ট বেঙ্গল সোসাইটি স্পিকার ও স্পেশাল এডুকেটর প্রণবেশ ভূঁইয়া, আর্ট এন্ড ক্রাফটের রাজাবাবু ও তৃণা ,স্পীচ থেরাপিস্ট চন্দন বিশ্বাস। এই অনুষ্ঠানের আর্ট ফেস্টিভ্যালের অসংখ্য বাচ্চারা অংশগ্রহণ করে তাদের মধ্যে সুস্থ বাচ্চা ও স্পেশাল চাইল্ড ছিল।”রিয়ানজ্ দ্য রাইজিং”এর কাছে সকল বাচ্চারাই বিজয়ী। তাই সকল অংশগ্রহণকারী বাচ্চাদের ই পুরস্কার দেবার ব্যবস্থা করা হয় ।
Related Articles
ক্যাব যাত্রী পরিষেবা দিতে নতুন PAA ক্যাব” এর সুবিধা চালুহলো
কলকাতা -নিজস্ব প্রতিনিধি -4মে কলকাতা প্রেসক্লাবে, PAACAB প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা দল PAACAB-এর বিভিন্ন সুবিধা নিয়ে তাঁদের বিশেষপরিবহনএপপাক্যাব লঞ্চ করার কথা ঘোষনা করা হলো।PAACAB এর তিন পরিচালক-বিনীত কামদার,সুকান্ত সরকার এবং সুদীপ্ত ঘোষ, প্রধান ভূমিকা কায় অজিত আগরওয়ালের সাথে, PAA ক্যাবের দিকগুলি তুলে ধরা হলো।টি-রাইড এবং প্রি-রাইড এই অ্যাপ-ভিত্তিক ভ্রমণ ব্যবস্থার দুটিআকর্ষণীয় বৈশিষ্ট্য। প্রি-রাইডের জন্য, আপনাকে ভ্রমণের […]
Play on and Omkarnath mission invited a press meet
প্রেস রিলিজ:- প্লে অন এবং ওমকারনাথ মিশন আপনাকে 30শে জানুয়ারী 2024 মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে, বিকাল 3 টায় সুতানুটি নাট মন্দিরে সুতানুটি পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাওয়া গুরু শিষ্য পরম্পরা সিরিজের বিশদ ঘোষণা করতে একটি প্রেস মিটে আমন্ত্রণ জানিয়েছে। 4 ফেব্রুয়ারি 2024-এ প্লে অন এবং ওমকারনাথ মিশন পরম্পরা সুতানুটি পরিষদের সহযোগিতায় গুরু শিষ্য পরম্পরা 4 ফেব্রুয়ারি […]
ভোটের কালি সম্পর্কে কিছু কথা
কলকাতা-পিনাকী চৌধুরী- ভোটের কালি সম্পর্কে :দিনক্ষণ ঘোষণার অপেক্ষায় ! তবে দেশজুড়ে লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে ! ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নজরকাড়া প্রচারে ঝড় উঠেছে ! তবে ভোটদাতাদের তর্জনী তে এক বিশেষ ধরনের কালির দাগ দেওয়া হয়, যাতে বোঝা যায় তিনি ভোটদান করেছেন । প্রসঙ্গত, এই বিশেষ ধরনের কালি কিন্তু খোলা বাজারে কিনতে পাওয়া যায় […]